বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাচনে দায়িত্বে অবহেলা ও ভোটারকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট নিয়ে নিজে দেওয়ার কথা বলে রেখে দেওয়ার দায়ে তিনজনকে কারাদন্ড দেয়া হয়েছে। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড দেয়া হয়।
এর আগে একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পাথরঘাটা কেএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক ও আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন, পোলিং অফিসার ও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক ঝুমুর রাণী বিশ্বাস এবং কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক মো. রবিউল করিমকে আটক করে।
রিটার্নিং অফিসার দিলীপ কুমার হাওলাদার বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাকির হোসেনকে ৭ দিনের এবং ঝুমুর রাণী বিশ্বাস এবং মো. রবিউল করিমকে ১ দিনের কারাদন্ড দেয়া হয়।