চলছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে বরগুনার পাথরঘাটায় দোয়াতকলম প্রতীকের প্রার্থী এনামুল হোসাইরে গনসংযোগ চলাকালীন সময় হামলা করে হত্যা চেস্টার অভিযোগ করেছেন ওই প্রার্থীর মা নাজমা বেগম। শুক্রবার রাত ৮টার সময় পাথরঘাটা পৌরশহরের বিএফডিসি এলাকার খান বরফকলের অফিসে প্রার্থী এনামুল হোসাইনের মা নাজমা বেগম সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ মে) রাতে উপজেলা কাকচিড়া ইউনিয়নের এ ঘটনা ঘটে। এসময় ওই ইউনিয়নের চয়ারম্যান আলাউদ্দিন পল্টুর নেতৃত্বে এঘটনা ঘটে। তারা বর্তমান উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির এর সমর্থক।
অভিযুক্ত আলাউদ্দি পল্টু কাকচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
নাজমা বেগম জানান, গত বৃহস্পতিবার রাতে তার ছেলে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইন উপজেলার কাকচিড়া এলাকায় দোয়াত কলম প্রতীকের নির্বাচনী গনসংযোগ করছিলো। এ সময় কাপপ্রিচ প্রতীকের সমর্থক ও একই ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর সন্ত্রাসী বাহিনী কাকাচিড়া ঢুকতে দিবে না মর্মে বাধা দেয়। এর কিছুক্ষন পরেই রামদা, চাপাতি, বগি, ছ্যানা লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এসময় আমার ছেলে এনামুল হেসাইনকে হত্যা করার জন্য তার মাথায় কোপ দেয় এবং লোহার পাইপ দিয়ে পিটিয়ে ডান হাতের কবজির উপর আঘাত করে। তখন এনামুল হোসাইনের এর সাথে থাকা ৮ থেকে ১০ জন নেতাকর্মী মারাত্বকভাবে আহত হয়। তাদেরকে উদ্ধার করে পাঘরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহম্মেদ সুজন ও নজরুল ইসলাম ওরফে বোমা নজরুলের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আবারো মারধর শুরু করেন। হাতাহাতির সময় উভয়পক্ষের সমর্থকদের বেশ কয়েকজন আহত হয়। নাজমা বেগম ছেরে এনামুল হোসাইনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে করে সে সুস্থ্য হয়ে সবার মাঝে ফিরে আসতে পারে এবং ছেলের দোয়াত কলম প্রতীকে ভোট কামনা করেন।
এ বিষয়ে কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বিীকার করেন এবং বলেন, তারা উল্টো আমাদের ছেলেদে উপর করেছে।
পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. সাইফুজ্জামান জানান, এঘটনায় একটি মামলা হয়েছে এবং ৯ জনকে আটক করেছে পুলিশ।