বরগুনা পাথরঘাটায় খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খাল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারক্তী অনুযায়ী চরদুয়ানী বাজারে অভিযান চালিয়ে দোকান থেকে মাছ নিধনের ১৬২ বোতল ওষুধ, অবৈধ জাল জব্দ করা হয়।
আটক কৃতরা হলো, দরদুয়ানী ইউনিয়নের গোড়াখাল এলাকার মোসলেম সিকদারের ছেলে নাসির সিকদার (১৮), রনজিত সমদ্দারের ছেলে সৌরভ সমাদ্দার (১৬), চরদুয়ানী বাজারের মৃত জগদীশ মিত্রর ছেলে ব্যাবসায়ী কৃষ্ণকান্ত মিত্র (৫১)।
স্থানীয় ও নৌ- পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কিছু অসাধু জেলে চরদুয়ানীর খালে বিষ দিয়ে মাছ শিকার করছে। এম সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জেলেকে ২ বোতল বিষ ও ২ কেজি চিংড়ি মাছসহ ২ জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারক্তী অনুযায়ী চরদুয়ানী বাজারের দোকানে অভিযান চালিয়ে অবৈধ জাল ও মাছ মারার কীটনাশকসহ ব্যাবসায়ী কৃষ্ণকান্ত মিত্রকে আটক করা হয়।
চরদুয়ানী নৌ-পুলিশ ফারির ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে ২ জন এবং ব্যাবসায়ী কৃষ্ণকান্ত মিত্রকে তার দোকান থেকে মাছ মারার ১৬২ বোতল বিষ, রেনু পোনা ধ্বংস করার তিন বান্ডিল কারেন্ট জাল, ওয়ান ফ্লাই সাইন জাল ১০০ মিটার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।