বরগুনা পাথরঘাটায় পূর্বশত্রæতার জেরে ধরে রাতের আধারে জেলে শ্রমিক মো. শহিদুল ইসলাম হাওলাদারকে (৫৫) হত্যার ঘটনায় ৭ জনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
রোববার ভোররাত ৪ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে হত্যার সাথে জরিত থাকার সন্দেহে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন চরদুয়ানী এলাকার মোঃ সগির হাওলাদারের ছেলে মোঃ সুমন (২২), খলিলুর রহমানের ছেলে নাজমুল (১৮), লাল মিয়া হাওলাদারের ছেলে রাসেল (২০), মৃত আর রশিদের ছেলে খলিলুর রহমান (৫৫), আফজাল মল্লিকের ছেলে রিমন মল্লিক(১৯), লাল মিয়া হাওলাদারের ছেলে হারুন হাওলাদার (৪৯), মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস(৩০)।
বরগুনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জহুরুল ইসলাম হাওলাদার জানান, হত্যাকান্ডের পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। পুলিশ রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে হত্যার সাথে জরিত থাকার সন্দেহে ৭ জনকে আটক করেছে। এঘটানায় থানায় মামলার প্রস্তুতি চলছে।